মাহবুব আলম জয়: ২০২১ সালে পুলিশ বাহিনীর সদস্যদের সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ পাচ্ছেন কক্সবাজারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। পুলিশের এই কর্মকর্তাকে আগামী (২৩ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহে তাকে এই পদক দেওয়া হবে।
পুলিশ সদর দফতর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম) মুন্সীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ও কক্সবাজার কর্মরত থাকাকালীন বিভিন্ন সময় মাদক, সন্ত্রাস, জঙ্গি এবং অস্ত্র বিরোধী সফল অভিযান পরিচালনা করার পাশাপাশি তার সাহস, বীরত্ব এবং সেবায় অনন্য নজির স্থাপনের জন্য “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদকে ভূষিত হচ্ছেন।
৩০ বিসিএসের এই পুলিশ কর্মকর্তা বর্তমানে কক্সবাজারে ৮ এপিবিএন এ কর্মরত রয়েছেন।
তিনি সকলের দোয়া প্রার্থী।
Leave a Reply