আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

মাহবুব আলম জয়: অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সম্মানজনক রাষ্ট্রীয় পদ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম-সাহসিকতা) এ ভূষিত হয়েছেন ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান।  মো: মোস্তাফিজুর রহমান নালিতাবাড়ি উপজেলার ছালুয়াতলা গ্রামে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার।

মো: মোস্তাফিজুর রহমান ছাত্রজীবনে নালিতাবাড়ী তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে স্নাতক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এর আগে মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্বপালন করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে কর্মরত আছেন।  তিনি ২৭তম বিসিএস এ পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

তিনি সকলের দোয়া প্রার্থী।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :