স্টাফ রিপোর্টার: প্রসূতি মায়ের সিজারকে নিরুৎসাহিত ও নরমাল ডেলিভারীকে উৎসাহিত করে ওভিসি নির্মাণ করেছেন পরিচালক আনিছ সিকদার। রোল ক্যামেরা এ্যাকশন এর কারিগরি সহায়তায় বসুতি মা ও শিশু হাসপাতাল লিমিটেডে ওভিসিটিতে মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফারদীন। উপস্থাপক মডেেল হয়েছেন শান্তা পল এবং অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন মায়া মিতু ও মডেল পুস্প আহমেদসহ প্রমুখ। বনশ্রীর বিভিন্ন লোকেশনসহ বসুতি মা ও শিশু হাসপাতাল লিমিটেডের এ ওভিসিটির শুটিং হয়েছে।
Leave a Reply