সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দুইটি সেলো মেশিন জব্দ
সালাহউদ্দিন সালমান।
মুন্সীগঞ্জ গঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে মামা-ভাগিনা ইটের ভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা ও দুইটি সেলো মেশিন জব্দ করেন।
রোববার দুপুর ১ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের পুর্ব রামকৃষ্ণদী মামা ভাগিনা ইটভাটাকে প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩এর ৪ও ৫এর (১)ও (২)ধারা মোতাবেকে ২ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। এ-সময় খিদিরপুর রাস্তার উপর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের পাইপে মাটি দিয়ে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে পাইপ ভেঙে দিয়ে একটি সেলো মেশিন ও রামকৃষ্ণদী বিলে একটি মাটিকাটার ছাউনি ঘর পুড়িয়ে দিয়ে একটি সেলো মেশিন জব্দ করা হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন,আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩এর ৪ও ৫এর (১)ও (২)ধারা মোতাবেক দুই লক্ষ টাকা জরিমানা করি। মাটিকাটা ও অবৈধভাবে রাস্তার উপর দিয়ে বালু বহনকারী পাইপ নেওয়ার অভিযোগে দুইটি সেলো মেশিন জব্দ করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply