স্টাফ রিপোর্টার:ডিসিগণকে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবীতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে আইইবি। বৃহস্পতিবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জ শহরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন পালিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মোনায়েম সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তের মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারি প্রকৌশলী পরিতোষ চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, আহাদ রহমান খান, শ্রীনগর উপজেলা প্রকৌশলী মো: রাজিউল্লাহ, সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, সদর উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম,লৌহজং উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম ও গজারিয়া উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ সহ অন্যরা।
Leave a Reply