আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

প্রজন্ম বিক্রমপুর যুক্তরাজ্য ইউ কে শাখার কমিটি গঠণ

 

স্টাফ রিপোর্টার:  প্রজন্ম বিক্রমপুর  যুক্তরাজ্য (ইউ কে) শাখার কার্যক্রম গতিশীল করার  লক্ষ্যে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এতেবুধবার ( ২ ফেব্রুয়ারি ২২)  ইলফোর্ড, লন্ডনে  মুহম্মদ  ইমন কাইয়ুম ও কাজী আরিফ হোসেন রানার পরিচালনায় এবং গাজী মুঃ ফারুকের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন ইকবাল হাওলাদার রিপন , গাজী সালাহউদ্দিন বাদল  ,মুঃজহিরুল ইসলাম  জহির ,মিঃআলমগীর ,আজিজুল হক আজিজ ,মুঃসাহজাহান সাজু , মুঃসালাহউদ্দিন , সহিদুল ইসলাম সহিদ , সাহ জামাল, জাকির হোসেন চান, মুঃ মুক্তার হোসেন,আমিন খান , শংকর পাল,

আলোচনায় সভায় আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন পিন্টু, মুঃসুমন সিকদার, আজাদ মামুন,কাজী আসিফ হোসেন রাজীব, মুঃসাগর,রুহুল আমিন সিপন,সাগর খান,আল এমরান,জাকির হোসেন,অঞ্জন, মুঃউজ্জল,গাজি আশিকুজ্জামান জেসন,আশরাফুল ইসলাম জুয়েল, মুঃলিংকন হোসেন, মুঃমাসুদ প্রমুখ। এছাড়াও অন্যদের মধ্যে একাত্মতা জানান আব্দুর রউফ ,অরুন পাল,কামরুজ্জামান দুলাল,তোফায়েল মৃধা,আলমগীর হোসেন,সিরাজুল ইসলাম তপু,বিপুল,টিপু খান,আশরাফুল ইসলাম স্বর্ণ,মুঃ জিকু, মুঃসোহাগ,মনা  ঘোষ,সুকুমার ঘোষ,রাজিব মন্ডল,স্বপন সহ অন্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :