আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

ভাগ্যকুলে মারামারিতে আহত ৪

 

স্টাফ রিপোর্টার:  শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  মারামারিতে চারজন  জন আহত হয়েছে। শুক্রবার বিকালে সাড়ে ৪টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা  এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শহিদুল ইসলাম লিপুসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত শহিদুল ইসলাম লিপু (৫০)ভাগ্যকুল মান্দ্রা এলাকার আঃ রশিদ মৃধার ছেলে এবং মো: আসিফ(১৯) একই এলাকার জাকির হোসেনের পুত্র। এ ঘটনায় প্রতিপক্ষেরও মনির হোসেন মিটুল, সোহাগ,সুমন নামে দুইজন আহত হয়। আহত শহিদুল ইসলাম লিপু মৃধার অভিযোগ সূত্রে জানা যায়, তিনি নিজ বসতবাড়িতে একটি টিউবওয়েল বসানোর কাজ করছিল। ঐ সময় বসতবাড়ির সীমানায় একটি গাছের সামান্য ক্ষতি হওয়ায় এঘটনা নিয়ে প্রতিবেশী শামসুল আলমের ছেলে সোহাগ(৪৬), সুমন(৪৫) দের সাথে লিটু মৃধার তর্কবির্তক হয়। একপর্যায়ে  ঐ এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আওয়ামীলীগ নেতা মনির হোসেন মিটুল(৫৫) ঘটনাস্থলে প্রবেশ করে এবং তার হুকুমে সোহাগ, সুমন ও একই এলাকার মৃত মান্নান সরদারের ছেলে সুলতান মাহমুদ অপুসহ  অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন লোক হাতে লাঠি শোঠা নিয়ে বে-আইনীভাবে  লিপু মৃর্ধার উপর আক্রমন করে এলোপাথারী কিলঘুষি ও মোবাইল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা জানান, এসময়  আওয়ামীলীগ নেতা মিটুল পিছন থেকে এসে হামলা চালায়। পরে  আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, একটি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে দুই খালাতো ভাইদের মধ্যে দ্বন্দ্বে সেখানে ঐলাকার আওয়ামীলীগ নেতা মিটুল প্রবেশ করে সামান্য বিষয়টা বিকট আকার ধারণ করে। উভয় পক্ষের  অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :