স্টাফ রিপোর্টার: ডিজিটাল বোর্ডের যুগে প্রবেশ করল ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ৷ মুন্সীগঞ্জ জেলার ৩ সংসদীয় আসনের একটি করে তিনটি স্কুলে চালু হচ্ছে ডিজিটাল ভিউ বোর্ড৷ এই বোর্ডকে বলা হয় আই.এফ.পি (ইন্টার এ্যাকটিভ ফ্লাট পানেল)৷ শ্রীনগরের ভাগ্যকুল স্কুলে শুক্রবার সন্ধ্যায় মোট ছয়টি বোর্ড স্থাপন করা হয়েছে৷ ছয়টি বোর্ডের মূল্য ৬০ লক্ষ টাকা৷ মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি. চৌধুরীর ঘোষিত ফিউচার স্কুল হিসেবে বোর্ডগুলো পাওয়া যায়৷ স্কুলের সভাপতি মাকসুদ আলম ডাবলুর প্রচেষ্টায় প্রথমে ফিউচার স্কুল এবং পরবর্তীতে ছয়টি ডিজিটাল বোর্ড আনা হয়। জানা যায়, বোর্ডগুলো শেখ রাসেল ল্যাবরেটরির অংশ হিসেবে থাকবে৷ একটি উচ্চ ক্ষমতার ইউপিএস ও সিপিইউর সাথে যুক্ত থাকবে এন্ড্রয়েড প্যানেলটি৷ এটি অনলাইন সংযুক্ত থাকবে৷ ফলে শিক্ষকের নির্দেশ মতো যেকোন অধ্যায় বা দৃশ্য উপস্থাপন করা যাবে৷ পাঠদান সহজ ও আকর্ষণীয় হয়ে উঠবে৷
Leave a Reply