সাংবাদিক ফোরাম সিরাজদিখানের আত্মপ্রকাশ ও আহ্বায়ক কমিটি গঠন
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥
মুন্সীগঞ্জের সিরাজদিখানে “সাংবাদিক ফোরাম সিরাজদিখান” নামে আনুষ্ঠানিক ভাবে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ এবং সালাহউদ্দিন সালমানকে আহবায়ক ও হামিদুল ইসলাম লিংকনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।শনিবার উপজেলার ইছাপুরা-সিরাজদিখান রোডের রেইন টি রেস্টুরেন্টে সাংবাদিকদের উন্নয়নের লক্ষ্যে সর্বসস্মতিক্রমে আগামী ৯০ দিনে জন্য সাত সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।আহবায়ক পদে সালাহউদ্দিন সালমান (মানবকন্ঠ), যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদ( আজকের পত্রিকা), সদস্য সচিব এইচ আই লিংকন (নয়া দিগন্ত), সদস্য পদে জাবেদুর রহমান জুবায়ের (ভোরের ডাক), আহসানুল ইসলাম আমিন (মুন্সীগঞ্জের খবর), আজাদ বীন আজম নাদভী (খোলা কাগজ), মো. আমির হোসেন ঢালি (সভ্যতার আলো) নির্বাচিত ঘোষণা করেন।
Leave a Reply