স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে সোমবার মুন্সীগঞ্জে আলোচনা ও দোয়া হয়েছে। শহরের কালেক্টরেট মসজিদে সোমবার বেলা সাড়ে ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করে এই কর্মসূচি। এতে প্রধান অতিথি ছিলেন অন্বেষণ বিক্রমপুরের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন লেখক মুফতি সরওয়ার হোসাইন। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহ্ উদ্দিন প্রমুখ।
এতে মায়ের ভাষার সমৃদ্ধি এবং অমর একুশের চেতনা নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়৷ আয়োজনটিতে জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশ নেন। বরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply