স্টাফ রিপোর্টার: ২২ শে ফেব্রুয়ারি স্কাউটিং এর প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬৫ তম জন্মদিন (বিপি দিবস) পালিত হয়েছে।এ দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় সরকারি হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণের করা হয়। এ সময় আরএসএল ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক ফারুক মিয়া ,গার্লস ইন রোভারের আরএসএল বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নিশাত নাহার , বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির শেখ ও বিএনসিসির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শামীমুর রহমান প্রমুখ।
Leave a Reply