স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জের পঞ্চসার এলাকার ডিঙ্গাভাঙ্গা থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নৌ পুলিশের নারায়নগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদার নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে জেলা মৎস্য বিভাগ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে অভিযানে মুক্তারপুরের বিভিন্ন কারেন্ট জাল কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এতে ডিঙ্গাভাঙ্গা ও পুরাতন গ্রামীণ ব্যাংক সংলগ্ন কয়েকটি কারখানা থেকে ৩০ বস্তা অবৈধ কারেন্ট জাল, যার মোট ওজন ১১শ৪০ পাউন্ড, ১৬ হাজার ৫০০ পিস ববিন, ১৭ হাজার ৫০০ পিস রেইল উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ১১৫ লাখ ৯০ হাজার টাকা।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে সিনিয়র অফিসারদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিমের উপস্থিতিতে এসব মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply