আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

গজারিয়ায় তিতাসের গর্তে  মালবাহী ট্রাক

আমিরুল ইসলাম নয়ন

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাসের খোঁড়ে রাখা গর্তে পড়ে কাত হয়ে গেল মাল বোঝাই ট্রাক।  মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে
জামালদী-হোসেন্দী সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিতাস কোম্পানি হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর এলাকায় অবস্থিত সিটি গ্রুপ নামে একটি শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস পাইপ লাইনের সংযোগ দিতেই প্রায় দুই কিলোমিটার সড়ক খুঁড়ে কাজ করে। তিতাসের সেই খোঁড়া গর্তে একটি মালবাহী ট্রাক পড়ে কাত হয়ে যায়। সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ রেখ রেকার দিয়ে ট্রাকটি গর্ত থেকে তোলা হয়েছে।

স্থানীয়রা জানান, তিতাস কোম্পানি দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখলেও তা জোড়া লাগানোর কোন উদ্যোগ নেইনি। এ সড়ক দিয়ে এখন চলাচলের অনুপযোগী। তবে এই অনুপযোগী সড়ক ব্যবহার না করে কোনো উপায় নেই। ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী।

জামালদী এলাকার বাসিন্দা মো, ইলিয়াস, কাওছার হোসেন, জামাল মিয়া সহ অনেকে জানান, এ সড়কটির পাশে বিভিন্ন কলকারখানা এবং অফিস-আদালত। প্রতিদিন এ সড়কটি দিয়ে হাজারো মানুষের যাতায়াতে বিঘ্ন হচ্ছে ধুলোবালি ভাঙ্গাচোরা অবস্থায় থাকায়। বৃষ্টি হলেই কাদা পানিতে একাকার। পিচ্ছিল হয়ে পথচারীদের পায়ের গোড়ালি পর্যন্ত ঢুকে যায় কাদার মধ্যে। অনেক সময় ভারি ট্রাক চলতে গিয়ে কাদার ফাঁদে আটকে গিয়ে কাত হয়ে পড়ে রাস্তাটিই বন্ধ হয়ে পড়ে। মানুষের এ দুর্ভোগ দেখার যেন কেউ নেই।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে উপজেলা এলজিআরডি রাস্তাটি দু বছর আগে মেরামত করে। এরই মধ্যে রাস্তাটি এক পাশ খোঁড়ায় রাস্তাজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। হুমকিতে রাস্তার পাশে থাকা ঘরবাড়ি।

এবিষয়ে জানতে নারায়ণগঞ্জ তিতাস কর্তৃপক্ষ কে  একাধিক ফোন দিয়েও তার বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :