আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সিরাজদিখানে কৃষিজমি থেকে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড

সিরাজদিখানে কৃষিজমি থেকে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড

 

সালাহউদ্দিন সালমান।
সিরাজদিখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি চক্র কৃষকের ফসলি জমির উর্বর মাটি ও বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার অভিযান চালিয়ে
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেন। এ সময় বালু উত্তোলনের সাথে সরঞ্জাম জব্দ করেন এবং দুইটি ড্রেজার বসানো স্থান গুলো ভেঙ্গে দেন।

কয়েকজন কৃষক জানান, শামীম ও শাহিন জোরপূর্বক ফসলি জমির উর্বর মাটি কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। মুখ খুলতে
চাইলেই মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। আজ (বৃহস্পতিবার) এসিল্যান্ড স্যার এসে বালু উত্তোলনের সাথে সরঞ্জাম জব্দ করেন এবং দুইটি ড্রেজার বসানো
স্থান গুলো ভেঙ্গে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার জানান, গতকালকে আমি অভিযোগ পেয়ে এখানে এসে বালু উত্তোলন বন্ধ করে পাইপ ভেঙে দিয়ে গেছি। মাটি কাটার
সরঞ্জামগুলো চেয়ারম্যান সাহেবেসহ গ্রামপুলিশদের জিম্মায় দিয়ে এসেছি।গ্রামপুলিশদের তথ্যমতে কাল রাতে ৫০ জনের মতন লোকজন এসে একটি মেশিন নিয়ে
যাওয়ার চেষ্টা করে। তখন গ্রামপুলিশরা বাধা দিলে সে গুলো রেখে চলে যায়।আজকে (বৃহস্পতিবার) আমরা এসেছি মাটি কাটা বন্ধ করার জন্য বালু উত্তোলনের
যে সরঞ্জাম গুলো রয়েছে সে গুলো চেয়ারম্যান সাহেবের কাছে রেখেছি। এখানে এসে যেহেতু কাউকে পাইনি। তাই মোবাইল কোর্টের আওতায় আনতে পারছি না। সেজন্য
স্থানীয় গ্রামবাসী তারা থানায় গিয়ে নিয়মিত মামলা করবে মাটি কাটার সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে। মাটি কাটার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের
বিরুদ্ধে নিয়মিত মামলা হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :