মুন্সীগঞ্জের সিরাজদিখানে বসত ঘরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত অসহায় জিতু শেখের পরিবারের পাশে দাড়ালেন কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো: কপাসের হোসেন। শুক্রবার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া গ্রামে অবস্থিত অসহায় জিতু শেখের বসত বাড়ীতে নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পরিদর্শনে গিয়ে সহমর্মিতা জ্ঞাপনসহ পরনের কাপড়সহ সাংসারিক যাবতীয় সামগ্রী উপহার হিসেবে জিতু শেখে হাতে তুলে দেন তিনি। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মো: কপাসের হোসেনের পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আলী জিন্না, প্রচার সম্পাদক মো: আলম শেখ, কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসান রানা মাসুদ, কোলা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মিরাজ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী সফিউল মোড়ল, ও কোলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: লিমন প্রমূখ।
Leave a Reply