মো. শওকত হোসেন
মুন্সীগঞ্জ লৌহজংয়ে বিক্রমপুর ঐক্য সংঘের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলার প্রধান অতিথি হিহসেবে উদ্বোধন করেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক।
বিক্রমপুর ঐক্য সংঘের সভাপতি দেওয়ান রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর ঐক্য সংঘের উপদেষ্টা ও কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য শাহিন সরদার, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম বশিরুল ইসলাম।
মরহুম দেওয়ান বাবর আলী স্মৃতি সংঘ ও কুমারভোগ আর্দশ যুবক সমিতি উদ্বোধন খেলায় অংশ গ্রহণ করেন। ৫০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্যাকারে ৩-১ গোলে মরহুম দেওয়ান বাবর আলী স্মৃতি সংঘ বিজয় হয়।
Leave a Reply