সিরাজদিখানে খতমে বুখারী ও দস্তারবন্দী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শেখরনগর এর জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ হযরতপুর মাদরাসার আয়োজনে মাহফিলে কোরআনে হাফেজ ও দাওরায়ে হাদিসে উত্তীর্ণদের মধ্যে পুরস্কৃত করা হয়। শুক্রবার বিকাল ৫ টায় মাহফিল শুরু হয়ে রাত সাড়ে ১০ টায় সমাপ্ত হয়। মাহফিলে বুখারী শরীফের শেষ সবক প্রদান করেন আলেমে দ্বীন ও হাদিস বিশারদ চট্টগ্রাম হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া মুঈনুল ইসলাম মাদরাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমাদ। মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মাদরাসার মুহতামিম আল্লামা রুহুল আমিন কাসেমির সার্বিক সহযোগিতায় দেশ বরেণ্য উলামায়ে কেরামসহ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম প্রমূখ।
Leave a Reply