মোঃ সাগর হোসেনঃ
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে এক কোটি ডোজ টিকাদানের দিন শনিবার সুষ্ঠু শৃঙ্খলভাবে টংগিবাড়ীতেও চলেছে টিকাদান কর্মসূচি। কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীরা ভিড় করলেও আইনশৃংখলা বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে ও স্বাস্থ্য কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন হয়েছে টিকা কর্মসূচি। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, টংগিবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী বিশৃংখলা এড়াতে হ্যান্ড মাইক দিয়ে টিকা প্রত্যাশী নারী পুরুষদের লাইনে দাড়াতে মাইকিং করছেন। এছাড়াও উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে গণটিকা কার্যক্রম চলেছে শান্তিপূর্ণভাবে। গনটিকা কেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত বিভিন্ন কারণে যারা টিকা নিতে পারেননি তাদের অনেকেই লাইনে অপেক্ষা করেছেন। শনিবারের পর টিকার প্রথম দেওয়া হবে কিনা এ সংশয় থেকেও অনেকে টিকা নিতে এসেছেন। এর আগে গত ১৫ ফেব্রæয়ারি স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সারাদেশে এক কোটি টিকা দেওয়ার পর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। ওই ঘোষণার পর সারাদেশের মতো মুন্সীগঞ্জ জেলায়ও টিকাদান কেন্দ্রগুলোয় ভিড় বাড়তে থাকে।
Leave a Reply