আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম আর নেই

মোঃ সাগর হোসেনঃ

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আসাদুজ্জামান সুমনের বাবা বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম আজিজুর রহমান (রেজাউল করিম) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিমের মৃত্যুতে তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি শোক ও গভীর সহমর্মিতা জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। সন্ধ্যায় মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিমের জানাজা সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বারি। সন্ধ্যায় বাদ মাগরিব পাচঁঘড়িয়াকান্দি এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীস্বজন রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :