স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রাপ্য টাইমস্কেল প্রদানের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারীকৃত দুটি পত্র জরুরী ভিত্তিতে কার্যকরের দাবীতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারীকৃত ১৮৯ ও ১১০৫ নং পত্র দুটি কার্যকরের প্রথম দফা দাবিতে স্মারকলিপি জমা দেন সিরাজদিখান উপজেলাসহ জেলার আরো ৫টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীরত ২৫ জন শিক্ষক।
Leave a Reply