মোঃ সাগর হোসেনঃ
বাংলাদশ আওয়ামী যুবলীগর কেদ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান সুমনের পিতা বীরমুক্তিযাদ্ধা এ ক এম আজিজুর রহমান (রেজাউল করিম) এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া এদিন মরহুমের পরিবারের পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শহর জামে মসজিদের মিলাদে এসময় অংশগ্রহণ করেন মরহুম বীরমুক্তিযাদ্ধা রেজাউল করিমের জৈষ্ট পুত্র আসাদুজ্জামান সুমন, কেদ্রীয় আওয়ামী যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, সদস্য আজমীর শেখ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল-মাহমুদ বাবু, শ্রমিকলীগ নেতা আবুল কাশেম সহ বীরমুক্তিযাদ্ধা গণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের ইমাম মুফতী মোহাম্মদ শহিদুল্লাহ। খুতবার আগে এসময় মসজিদের উন্নয়ন কাজের জন্য ১ লাখ টাকা দান করেন মরহুমের জৈষ্ট পুত্র আসাদুজ্জামান সুমন।
Leave a Reply