স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জজন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে দেয়ালিকা প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। রবিবার দুপুরে দক্ষিণ নগর কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রাথমিকশিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছিমা খানম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজল কর,সহকারী শিক্ষা অফিসার মো.আল আমিন প্রমুখ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জোৎস্না বেগম, মাজেদা বেগম,বাসরী নন্দী, মো.আনিসুর রহমান, মো.মনির হোসেন মৃধা, সমির কুমার বিশ্বাস, রঞ্জশ্রী কুন্ড,ফাতেমা বেগম, নার্গিস আক্তার, রওশন আরা, আনজানা মোস্তফা, হুমায়ুন কবির, শংকর কুমার সাহা, মো. আক্তার হোসেন, মো: ফারুক, শিল্পী, তাহমিনা আক্তার, আহসান হাসান, জাকিয়া সুলতানা,খন্দকার শফিকুল ইসলাম, মাহবুবা আক্তার,সহকারী শিক্ষক কায়েস মোহাম্মদ সোহাগ ও রামপাল সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাইমনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম জয় ও সবুজ কুঁড়ি বাংলাদেশের সদস্য জহিরুল ইসলাম শিপলু প্রমুখ। এতে জেলার ৬১০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়ালিকা প্রতিযোগীতায় অংশ নেয়।
Leave a Reply