মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও সংগঠক মোজাম্মেল হোসেন সজলকে পুনরায় সভাপতি ও শিল্পী তাহের মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জুনায়েদ রোভার), নার্গিস আক্তার (কাউন্সিলর), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান (শিক্ষক), সাংগঠনিক সম্পাদক শেখ মিলন (আর্টিস্ট), কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম (রোভার), মহিলা বিষয়ক সম্পাদক জোহরা আক্তার ঝর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিক আনজুম আলিফ (প্রয়াত আনমনা আনুর ছেলে), দপ্তর সম্পাদক কবি নেছারউদ্দিন।
কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন, নাট্যকার, নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, শিক্ষানুরাগী কামরুল ইসলাম, সাংবাদিক সংগীতশিল্পী সোনিয়া হাবিব লাবনী, চিত্রশিল্পী ম. শফিক, সাংবাদিক মইনউদ্দিন সুমন, সমাজসেবক স্বপন মাঝি ও ব্যবসায়ী মোহাম্মদ হুসাইন ভুলু।
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে এই সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়।
Leave a Reply