স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ শহরের মিরকাদিম পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে৷ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী পালন করা হয়। এতে নাচ ও সংগীত পরিবেশন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মহিউদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া।
রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফা, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাচ্চু শেখ, মহাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম ঢালী, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব পীর, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
Leave a Reply