আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মুন্সীগঞ্জে ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘৌলতলী এলাকায় মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় দুর্ঘটনা কবলিত ট্রাকের চালকসহ দুইজন, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ব্রিজ ভেঙে পড়ায় বর্তমানে টঙ্গীবাড়ী-মাওয়া আন্তঃজেলা সড়কের যানচলা বন্ধ রয়েছে।এতে ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারী যাত্রীরা।

স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানান, রাতে লৌহজং থেকে টঙ্গীবাড়ীর অভিমুখে কাঠের মালামালবোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলি ব্রিজ অতিক্রম করছিলো।

ট্রাকটি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিকট
শব্দে ট্রাকসহ ভঙে পড়ে ব্রিজটিএসময় চালকসহ ২জন সামান্য আহত অবস্থায ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় তবে দুর্ঘটনার সময় অন্যকোন যানবাহন বা পথচারী ব্রিজে ছিলো না।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল তায়াবির জানান, গাড়ি চালকসহ দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলেগেছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি ওই স্থানেই রয়েছে। ফায়ারসার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :