আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সিরাজদিখানে ভর্তুকিমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন 

সিরাজদিখানে ভর্তুকিমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন 

সালাহউদ্দিন সালমান।
পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার টিসিবি কর্তৃক  স্বল্পমূল্যে পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভর্তুকিমূল্যে ট্রেডিং কর্পোরশন অব বাংলাদেশ (টিসিবি’র) পণ্য বিক্রয় কার্যক্রম রবিবার ২০ মার্চ সকাল ১০ ঘটিকায় উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মালখানগর ইউনিয়ন পরিষদের সহযাগীতায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত সচিব এ,কে,এম মাসুদুজ্জামান।

মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :