মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো অন্ধকার পরাশক্তির কাছে জাতি কখনো মাথা নত করবে না, স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে। সব অশুভশক্তিকে পরাজিত করে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলে আলোকিত সমাজ গঠনের মধ্যে দিয়ে রাষ্ট্রকে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুক্রবার মুন্সীগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ ভাষ্কর্য চত্বরে পঁচিশে মার্চ কালোরাতে পাক হানাদার বাহিনীর গণহত্যায় নিহত বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্বালন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা কৃষকলীগের সভাপতি মহোসীন মাখনের সভাপতিত্বে ও মনিরুজ্জামান শরীফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল, মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মোর্শেদা বেগম লিপি, কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাস, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান দর্পন, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হুমাইয়ারা আক্তার রিমা, শ্রমিকলীগ নেতা আবুল কাশেম, পঞ্চসার ইউপি সদস্য জাহিদ হাসান, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহŸায়ক মোঃ মতিউর রহমান মতিন প্রমুখ।
Leave a Reply