আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

ধলেশ্বরীতে সিমেন্ট নিয়ে বাল্কহেড ডুবি, নিখোঁজ ২

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি :  মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সিমেন্টবাহী বাল্কহেড ডুবে গেছে, এতে নিখোঁজ রয়েছে ২ জন।

আজ শনিবার (২৬ মার্চ) ভোর ৬ টায় মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ঢাকামুখি লঞ্চ এমভি জাহিদ-৩ এর ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

 

এসময় ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে ২ জন। ডুবে গেছে সিমেন্টবোঝাই বাল্কহেডটি। বাল্কহেডটিতে সাড়ে ৭ হাজার সিমেন্টের বস্তা ছিলো। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

 

বাল্কহেডে থাকা লস্কর জুয়েল রানা জানান, ‘ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি থেকে আমরা বের হয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। এসময় ঢাকামুখি এমভি জাহিদ-৩ ধাক্কা দিয়ে আমাদের বাল্কহেডটি ডুবিয়ে দেয়। এরপর স্থানীয়রা আমাদের ৩ জনকে উদ্ধার করে। বাল্কহেডটিতে সাড়ে ৭ হাজার সিমেন্টের বস্তা ছিলো।‘

 

এ ঘটনায় নিখোঁজরা হলেন, মানিকগঞ্জের বাসিন্দা জাহাজের সুকানি শরিফুল ইসলাম (২৮) ও একই এলাকার নুর ইসলাম (৪৫)।

জীবিত উদ্ধাররা হলেন, লস্কর জুয়েল রানা (৩৫), মাষ্টার সুফিয়ান (৩৫), ও বিল্লাল (৩০)।

সকাল ৯টা’র দিকে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, বাল্কহেডটি কিভাবে ডুবেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চলছে। বাল্কহেড উদ্ধারের চেষ্টা করা হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :