মোঃ সাগর হোসেনঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। স্বাধীনতার এই ৫১ বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। শনিবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ শহরের শহীদ স্মৃতি ফলকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিপালন করে সোনার বাংলা গড়তে নেতাকর্মীদের সাথে নিয়ে শপথ বাক্য পাঠ করেন তিনি। তিনি এসময় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহŸান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মাদানকারী শহিদ বীরমুক্তিযোদ্ধাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply