আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সালাহউদ্দিন সালমান, 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যাদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, পরে জাতীয় পতাকা উত্তোল, অভিবাদন গ্রহণ, স্কুল-মাদরাসা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করেন।

 

এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সবংর্ধনা প্রদানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুস্পস্তবক অর্পণ ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহামিনা আক্তার তুহিন, সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা, সহকারি পুুলিশ সুপার মো. রাসেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, যুদ্ধকালীন কমান্ডার আলী আহমেদ বাচ্চু, ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :