স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ আদালতে মামলায় অন্যের নাম ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় চার জনকে কারাদন্ড দিয়েছেন বিচারক। মঙ্গলবার মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত আসামী কামরুল হাসান, রিমন শিকদার, শিপলু খান ও মনির হোসেন নামে চারজনকে দুই বছর করে সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এক মাদক মামলায় অন্যের নাম ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেষ্টা ও প্ররোচনা দেওয়ার পৃথক অপরাধে আদালতটির বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস এই রায় প্রদান করে আসামীদের জেল হাজাতে পাঠিয়ে দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে একটি মাদক মামলায় ওই চারজন অন্যের নাম ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেষ্টা ও প্ররোচনার ঘটনায় মামলা হয়। বিচারিক কাজ শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য্য ছিল। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট রুহুল আমিন।
Leave a Reply