মাহবুব আলম জয়: মুন্সীগঞ্জে শিক্ষক বাতায়নে দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সংর্বধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে প্রাথমিক শিক্ষা অফিসে এ সংবর্ধনার ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদ ভূঁইয়া। এ সংবর্ধনা পান লৌহজং নাগেরহাট নতুনকান্দি এম.বি. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া তাবাসসুম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুব আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শিল্পী, শিলই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদদীন, দেওভোগ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ।এছাড়াও সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ায় ইভা আক্তার নামে আরও এক শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়।
Leave a Reply