স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দিতে আধিপত্য ও আলুর বস্তা পরিবহন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিতে জুয়েল ফকির নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ একজনকে আটক করেছে। তবে এ ঘটনায় আহতের কোনো খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, এলাকার প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে মন্টু গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে ভোর সোয়া চারটার দিকে আলুর জমিতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হাররু গ্রুপের জুয়েল ফকির নিহত হন। পুলিশ নান্নু হাজী নামের একজনকে আটক করেছে।
নিহতের স্বজনরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে এদের বিরোধ চলছিল। তারা হত্যার পর লাশ ছিনিয়ে নেয়ার চেষ্টা প্রতিপক্ষের মন্টু গ্রুপের লোকজন। নানাভাবে জুলুম নির্যাতন করলেও প্রতিকার পাচ্ছেন না। তারা জুয়েল হত্যার কঠোর বিচার দাবী করেছেন। জুয়েল ফুসকা বিক্রেতা। তবে আলুর মৌসুমে আলু পরিবহনের সাথে জড়িত। সে ফকিরকান্দি গ্রামের হাফিজ উদ্দিন ফকিরের পুত্র।
ভরা মৌসুমে যেখানে পরিবারগুলে আলু তোলা নিয়ে ব্যস্ত থাকার কথা সেখানে পুরো গ্রাম জুড়ে এখন শোকের মাতম চলছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সহিংসতার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটানায় এখনও মামলা হয়নি।
Leave a Reply