আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মুন্সীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ভার্চুয়াল এটি উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এবারের জাতীয় কর্মসূচিটি হয় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পাদ্মা তীরে। এ উপলক্ষে বৃহস্পতিবার পদ্মা তীরে আলোচনা শেষে পদ্মায় বর্ণাঢ্য নৌর‌্যালি বের হয়।
এতে অংশ নেওয়া নৌ যানগুলোতে ” ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ ” স্লোগানসহ নানা সচেতনতামূলক বাণী স্থান পায়। এ সময় সংসদ সদস্য, মৎস্য সচিব, নৌ পুলিশ প্রধান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জপ্রতিনিধসহ জেলে সমপ্রাদায়সহ সর্বস্তরের প্রতিনিধিরা অংশ নেয়।
এর আগে লৌহজং কলেজ মাঠে জাটকা সপ্তাহের উদ্বোধনী আয়োজনটি হয় জাঁকজমকভাবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় আলোচনায় অংশ নেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায় প্রমুখ।
অংশগ্রহণকারীরা পদ্মাসহ দেশের সকল স্থানে জাটকা সংরক্ষণে সজাগ থাকার আহ্বান জানান। তারা বলেন, আজকের জাটকা আগামী দিনের ইলিশ। তাই জাটকা সংরক্ষণ সপ্তাহ বিশেষ গুরুত্ব বহন করছে। জিডিপির এক শতাংশের আয় আসে ইলিশ সম্পদ থেকে।
গেল এক বছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছে প্রায় ৫ লাখ মেট্রিক টন। আয়োজকরা বলছে ইলিশের প্রসার বাড়াতেই এই নৌ র‌্যালি। পদ্মার বুকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে জাতীয় মাছ ইলিশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :