মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকার বাইতুল নূর জামে মসজিদ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। শুক্রবার বিকেলে তিনি পরিদর্শনে গেলে মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান ফকির ও সাধারণ সম্পাদক মোঃ রতন ফকির তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। পরে তিনি মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত মুসুল্লিরা মসজিদের উন্নয়নের জন্য এমপি মৃণাল কান্তি দাসের কাছে সহযোগিতা চাইলে তিনি সব ধরনের আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় তিনি বলেন, মসজিদ আল্লাহর ইবাদাত করার ঘর, এ ঘরের সুন্দর বৃদ্ধি ও মনোরম পরিবেশ স্থাপন করার দায়িত্ব আমাদের। আমরা চাই এ মসজিদটি সেরা মানের মসজিদ হোক, যাতে মুসল্লিদের অজু, ইস্তেঞ্জা, নামাজ আদায় করতে কোন প্রকার সমস্যা না হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply