মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জে মুজিবশতবর্ষ ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার পানহাটা শিকদারবাড়ী মাঠে আদর্শ মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিকদার স্পোর্টিং ক্লাব বনাব কাজী কসবা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাজী কসবা স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আর্টিসান আউট ফির্টাস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আলী আহাম্মেদ রাসেল। এসময় মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান রিপন সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে আদর্শ মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply