আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

শ্রীনগরে ৫ বছর যাবৎ দেড় হাজার একর কৃষি জমিতে জলাবদ্ধতা: বছরে ঘাটতি ১৫শ’ মেট্রিক টন চাল

    • শ্রীনগরে ৫ বছর যাবৎ দেড় হাজার একর কৃষি জমি জলাবদ্ধতা। বছরে ঘাটতি ১৫শ মেট্রিক টন চাল
    • রাসেল মাহমুদ
    • মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ও কোলাপাড়া ইউনিয়নের প্রায় <span;>দেড় হাজার একর বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়ে আছে বিগত<span;> পাঁচ বছর যাবৎ। এতে ব্যাপক জলাবদ্ধতার কারনে কোন ফসল উৎপাদন  করতে না পাড়ায় অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে প্রায় ছয়শ কৃষক পরিবার। শস্যভান্ডারে বছরে ঘাটতি হচ্ছে প্রায় ১৫শ মেট্টিক টন চাল। তবে এ সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন  বলে জানান স্থানীয় প্রশাসন।ঢকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস রোডে পাড় জুড়ে <শ্রীনগরের পাটাভোগ ও কোলাপাড়া ইউনিয়নের হাজার হাজার একর ফসলি জমি <span;>দীর্ঘ পাঁচ বছর ধরে পানিতে তলিয়ে আছে। যে সব জমিতে ধান আবাদ করে এই অঞ্চলের কৃষকরা নিজেদের সাবলম্বী করার পাশাপাশি,খাদ্য চাহিদা মিটানোসহ জীবন জীবিকা নির্বাহে উল্লেখযোগ্য ভূমিকা রাখতেন। কিন্তু জলাবদ্ধতার কারনে বিগত ৫ বছরে নিজেদের জমিতে কোন আবাদ করতে না পেরে তারা হতাশ। হাইওয়ে রোড হতে তাদের যাতায়াতের জন্য সব ধরনের কার্ভাট ও সুইচগেট বন্ধ হয়ে যাওয়ায়,জমি থেকে সরতে পারছেনা পানি। কৃষকরা জমির পানি সরাতে বছরের পর বছর বিভিন্ন দপ্তরে দৌঁড়ঝাপ করেও পায়নি এর কোন সমাধান। এ ভয়াবহ দূরাবস্থা থেকে পরিত্রানের জন্য এখন তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
    • উপজেলা কৃষি অফিসার,কর্মকর্তা শান্তণা  রাণী বলেন দীর্ঘ দিনের এই জলাবদ্ধতার নিরশনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পদ্মা সেতুর নির্মান কাজের অবকাঠামোর জান্য এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর নিরশনের জন্য উর্ধতন কতৃপক্ষকে আমরা জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :