মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলো সেখান থেকে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশকে বিশ্বের উন্নয়নের রোল মডেল করেছে। বর্তমান সরকার দেশের উন্নয়নের যে লক্ষ্য নিয়ে কাজ করছে জনগণ তার সুফল পাচ্ছে। ‘বিশ্বের সব দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে। কারণ শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন’। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে মেঘনার পাড়ের বাসীন্দাদের সাথে গণসংযোগ কালে এসব কথা বলেন তিনি। এসময় জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহরাব হোসেন, ইউপি সদস্য বাচ্চু মিয়া সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন আর গরিবের দেশ নয়। উন্নয়নশীল দেশের তালিকায় লিপিবদ্ধ হয়েছে বাংলাদেশের নাম। দেশে মেট্রোরেলসহ যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ ও বিভিন্ন ধরনের ভাতার বিষয়টি শেখ হাসিনা ক্ষমতায় না এলে সম্ভব ছিল না।
Leave a Reply