আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

আগুনাতঙ্ক ৯৯৯ ফোনে লঞ্চ থামলো মুন্সীগঞ্জে

স্টাফ রিপোর্টার
আগুন আতঙ্কে শনিবার মধ্যরাতে মুন্সীগঞ্জ ঘাটে নোঙর করা হয় বিলাসবহুল এমভি প্রিন্স আওলাদ-১০। ৯৯৯ থেকে যাত্রীদের ফোন পেয়ে নৌপুলিশ লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাটে ভেড়ায়। তলব করা হয় ফায়ার সার্ভিস। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে
ঘাটে ঘন্টাখানেক অবস্থানের পর রাত ১ টায় আবার গন্তব্য বরিশালের উদ্দেশ্য রওনা হয় লঞ্চটি। রবিবার সকালে লঞ্চটি বরিশাল পৌছেছে।
ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা লঞ্চটির ইঞ্জিনরুম থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফোন দেয়া হয় ৯৯৯ এ।

তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, লঞ্চে আগুনের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের মধ্যে তুচ্ছ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এমভি প্রিন্স আওলাদ লঞ্চের করনিক মো. সাজ্জাদ হোসেন জানান, লঞ্চের সাইলেঞ্ছার পাইপে নতুন এ্যাডজাস্টার লাগানো হয়েছে। এ্যাডজাস্টার লাগাতে হ্যালাইট দরকার হয়। ইঞ্চিন চালু হওয়ায় সেই হ্যালাইট গরম হয়ে পোড়া গন্ধ বেরিয়েছে। এ কারণে যাত্রীদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যাত্রীরা মনে করেছেন কোথাও আগুন লেগেছে। কোনো ধোঁয়া বের হয়নি।

মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান,
লঞ্চের সাইলেঞ্ছার পাইপে নতুন এ্যাডজাস্টার লাগানোর কারণেই পোরাগন্ধে যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পরে। তবে সব ঠিক থাকায় লঞ্চটি গন্তব্যে রওনার অনুমতি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :