আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার-মৃণাল

মোঃ সাগর হোসেনঃ

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সর্বদা কাজ করে চলছে বর্তমান সরকার। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দিয়েছেন। বিনামূল্যে করোনা টিকা দিচ্ছেন। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। স্বাধীনতা বিরোধীচক্র সব সময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চেষ্টা চালাচ্ছে। শনিবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের বানিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় তার সফরসঙ্গী ছিলেন জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহরাব হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সর্বস্তরের জনসাধরণের জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ও সম্মৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :