তিন বদ্ধু মিলে হত্যা করেছে ২ বন্ধুকে।
নিখোঁজের দু’দিন পর দুই বন্ধুর লাশ উদ্ধার
রাসেল মাহমুদ
মুন্সীগঞ্জের সদরের ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের দুই দিন পর রিয়াম ও আলমগীরের মরদেহ উদ্ধারের ঘটনায় রনি ও রুবেলকে আটক করেছে পুলিশ।
রিয়ামের বড় ভাই হাছান জানান, সোমবার দুপুরে রিয়াম ও আলমগীরকে তাদের বন্ধু রনি, রুবেল ও অপূর্বর সাথে ঘুরতে দেখে। এরপর থেকেই রিয়াম ও আলমগীর নিখোঁজ রয়েছেন। বুধবার (৬ এপ্রিল) সকালে লোক মুখে নদীতে লাশ ভাসার সংবাদ পেয়ে তারা ছুটে গিয়ে স্বজনদের শনাক্ত করেন। রিয়ামের মরদেহ ধলেশ্বরীর কাঠপট্টি অংশে এবং এর তিন কিলোমিটার দূরে ধলেশ্বরীর মুক্তারপুর অংশে থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করেন নৌ পুলিশ। মরদেহ দুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
Leave a Reply