স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকালে মিরকাদিম পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়। এতে পৌর মেয়র আবদিস।ছালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, পৌর সচিব একেএম বজলুর রশিদ, সহকারী প্রকৌশলী আতাউর রহমান অটল, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: শহিদুল হক ও উপ প্রকৌশলী মো: বাপ্পি শাহরিয়া সহ অন্যরা। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply