রাসেল মাহমুদ
মুন্সীগঞ্জ বড় বাজরের মুরগি পট্টির সিন্ডিকেট, অব্যবস্থাপনা, নাড়িভুঁড়ির বর্জ্য থেকে পোকা সৃষ্টি, প্রধান সড়কে অবাদে খাচা রাখার কারনে বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে যানজটসহ বিভিন্ন অনিয়ম নিয়ে দৈনিক সভ্যতার আলোতে ধারাবাহিক দুই পর্বের সংবাদ প্রকাশের পর জেলা প্রশাশন ও ভোক্তা অধিকারের মোবাইল কোর্ট অভিযান, পৌরসভার মনিটরিংযের কারনে বেশ চাপে পরে এখানকার মুরগি ব্যবসায়ীরা। এমতাবস্থায় দ্রুত পাল্টে যাচ্ছে মুরগি পট্টির দৃর্শ্যপট। মঙ্গলবার দেখা গেছে মুরগি পট্টির সকল দোকান পাটের পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যস্ততা। ড্রেনে যেন কোন বর্জ্য ফেলা না হয় সেজন্যও কর্মচারীদের সতর্ক করা হচ্ছে। বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক কামরুজ্জামান লিন্টু বলেন, সভ্যতার আলোতে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, পৌরসভা থেকে অভিযান চালানো হয়েছে। পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লব নির্দেশ দিয়েছেন রাস্তা দখল করে যানজটের সৃষ্টি করে কোন ব্যবসা পরিচালনা করা যাবেনা। ড্রেনে কোন ধরনের ময়লা আবর্জনা, নাড়িভুড়ির বর্জ ফেলা যাবেনা। এ ধরনের কর্মকান্ড কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সংবাদ প্রকাশকে জনস্বার্থে একটি মহতী উদ্যোগ বলে মন্তব্য করেছেন স্থানীয় অনেক ব্যবসায়ী ও ক্রেতাগণ।
Leave a Reply