আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মুন্সীগঞ্জের মহেশপুর থেকে ককটেল সহ আটক ৩

মোঃ সাগর হোসেনঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকা থেকে ৩ টি তাজা ককটেল সহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকার রহিম মন্ডলের ছেলে প্রিন্স (২০), নজির মাদবরের ছেলে সাকিব হোসেন (২১) ও মুক্তার মন্ডলের ছেলে রাকিব মন্ডল। মুন্সীগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর রিপন হোসেন জানান, বুধবার বিকেলে মহেশপুর এলাকাবাসী ৩ যুবককে হাতে তাজা ককটেল সহ আটক করে থানায় খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে ককটেল সহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। স্থানীয় এলাকাবাসীরা জানান, ওই ৩ যুবককে মহেশপুর এলাকায় প্রবেশের পথে তাদের গতিবিধি সন্দেহ হলে তাদের গতিরোধ করা হয়। পরে তাদের কাছে ককটেল দেখতে পেয়ে পুলিশে খবর দেই। মহেশপুর গ্রামে আতংক সৃষ্টি করতে তারা এলাকায় ককটেল নিয়ে প্রবেশ করেছে।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পড়া প্রিন্স নামের যুবক পেছনের পকেটে করে দুইটি ককটেল ও লাল শার্ট পড়া সাকিব নামের আরেক যুবক একটি ককটেল বহন করছিলো। স্থানীয়রা রাজারচর থেকে ককটেল নিয়ে মহেশপুর গ্রামে কেন এসেছে আটক প্রিন্সের কাছে জানতে চাইলে তিনি সদোত্তর দিতে পারেনি। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, ঘটনায় তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে।#

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :