মো. শওকত হোসেন: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হাজী মো. ইসরাইল খানের ব্যাক্তিগত উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের গাঁওদিয়া গ্রামে ৯’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল, তেল, খেজুর, ছোলাবুট,খেসারি ডাল,মুশুরি ডান,লবণ, মুড়ি,গোসলের সাবান, গুড়া সাবান বিতরণ করা হয়।
১নং ওয়ার্ড মেম্বার মো. তোবারক ঢালীর সহযোগিতায়, হাজী মো. উজ্জল ইসলাম ঢালী ও মো. রামিম খানের সঞ্চালনায়। এসময় উপস্থিত ছিলেন মো.সলিমূল্লাহ খান সেন্টু, হাজী মো.শাহ আলম খান, হাজী মো.আমিনুল ইসলাম খান, মো.কাইয়ূম খান, মো.উজ্জল শিকদার, মো.বিপ্লব খান, মো.শফিকুল প্রমুখ।
Leave a Reply