মো. শওকত হোসেন:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘৌলতলী এলাকায় গত ১৯ মার্চ ট্রাক নিয়ে ভেঙে পড়া বেইলি ব্রিজটি মেরামত শেষে যান চলাচলে জন্য আজ খুলে দেয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ অধ্যপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির উপস্থিতিতে বেইলি ব্রিজটি খুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম আজিজুর রহমান প্রমুখ।
উলেখ্য: গত ১৯ মার্চ রাত সোয়া ১২ টার দিকে গাছের গুড়িবাহী আনুমানিক ৩০ টনের একটি ট্রাক ঘৌলতলী বেইলি ব্রিজটি অতিক্রম করার সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয় দূর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও হেল্পার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। এ দিকে ব্রিজটি ভেঙে পরায় বর্তমানে মাওয়া-লৌহজং-টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) আন্তঃ সড়কের যানচলা বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় এতে চরম ভোগান্তিতে পরেছে এই পথে চলাচলকারী লাখ মানুষ।
Leave a Reply