প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দুই বছর সীমিত আকারে হজ পালন হলেও এবার বিশ্বের ১০ লাখ ধর্মপ্রাণ মানুষ হজের সুযোগ পাবেন। শনিবার (৯ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষের দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।খবর আল-জাজিরার।
সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর শুধুমাত্র তারাই হজের সুযোগ পাবেন, যাদের বয়স ৬৫ বছরের নিচে এবং যারা করোনার সব কয়টি ডোজ সম্পূর্ণ করেছেন।
ঘোষণায় উল্লেখ করা হয়েছে বিদেশ থেকে আগতদের সৌদি আরবে রওনা হওয়ার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টের মাধ্যমে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করতে হবে।
সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণে হজ পালিত হয় সৌদি আরবে। এবার দুই বছর পর ১০ লাখ মুসলমানকে অনুমতি দিচ্ছে সেীদি সরকার। গত দুই বছর শুধু সৌদি আরবের ৬০ হাজার বাসিন্দা নিয়ে সীমিত পরিসরে পালিত হয় হজ।
Leave a Reply