মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, বর্তমান সরকার চলমান উন্নয়ন অ্যাজেন্ডাগুলোর পাশাপাশি জনগণের জীবিকা, খাদ্য, বাসস্থান ও টিকাদান কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে। রমজান মাসে মানুষের যেন কোনো ধরনের অর্থনৈতিক কষ্ট ছাড়াই স্বাচ্ছন্দ্যে তাঁদের জীবন অতিবাহিত করতে পারেন, সে লক্ষ্যে তাঁদের খাদ্য, বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিত করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনা। শনিবার সকালে মুন্সীগঞ্জ শহরের দেওভোগ মাদ্রাসাতুল মদীনা ও জামিয়াতুল মদীনা মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, শ্রমিকলীগ নেতা আবুল কাশেম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply