আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মুন্সীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী তিথিতে পুণ্যস্নান উৎসব

মোঃ সাগর হোসেনঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষীগঞ্জ ধলেশ্বরী নদীতে শনিবার মহাঅষ্টমী তিথিতে পুণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মহাঅষ্টমী¯œান উৎসব উদযাপন কমিটির আয়োজনে মুন্সীগঞ্জ শহর আশপাশের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ পুণ্যস্নানে অংশগ্রহণ করেন। সকালে হাটলক্ষীগঞ্জ বেরিবাধ ধলেশ্বরী নদীর তীরে পূজা-অর্চনার আয়োজন করেন তারা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উত্তম কুমার বণিক সহ দলীয় নেতাকর্মীরা। পুণ্যস্নান এবং পূজা-অর্চনাকে ঘিরে রেবিবাধ এলাকার নদীর চারপাশে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। এ উৎসবকে নির্বিঘœ ও আনন্দঘন করতে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা বাহিনী। পুণ্যস্নানকে কেন্দ্র করে নদীর চারপাশে এবং বাইরে বসে রকমারি মেলা। পুণ্যস্নানে আসা ভক্তরা জানান, হিন্দু ধর্মমতে মহাঅষ্টমী তিথিতে পুণ্য জলে স্নান করলে অতীতের পাপ মোচন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :