মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের পরিচালনা কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী শ্রী নরেশ চন্দ্র দাস পরলোকগমন করেছেন। সোমবার ১২ টার দিকে শহরের মালাপড়া তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য আত্মাীয় রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় জয়কালী মাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, কোষাধ্যক্ষ জহর লাল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা লক্ষ্মী রাণী চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক স্বপন বিশ্বাস, সদস্য নিতাই কর, শ্রী কালীপদ পাল, রঞ্জন কুমার সাহা, সদর থানার সভাপতি ননী গোপাল হালদার, মন্দির কমিটির দপ্তর সম্পাদক প্রদীপ ব্যানার্জী শোক প্রকাশ করেছেন। তার আত্মার শান্তি কামনা করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে সহমর্মিতা প্রকাশ করেছেন।
Leave a Reply